একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসার বদল করল কমিশন

তৃতীয় দফার নির্বাচনের দিনই কড়া সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সপ্তম এবং অস্টম দফায় নির্বাচন কলকাতায়। তার আগেই মঙ্গলবার কলকাতার আট রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। যা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতা বন্দর, ভবানীপুর, এন্টালি, বেলেঘাটা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া, জোড়াসাঁকো ও চৌরঙ্গি কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের জায়গায় কারা এলেন তাঁদের নামও জানিয়েছে কমিশন। সূত্রের খবর, ওই আট অফিসারই এক পদে তিন বছরের বেশি সময় কাজ করছিলেন। এছাড়া তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিরোধী দলের অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে। ফলে কড়া সিদ্ধান্তই নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, রাজ্যের অন্যত্র টানা ৩ বছরের বেশি কাজ করলে সেই রিটার্নিং অফিসারকে বদলি করার এক্তিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। কলকাতার ক্ষেত্রে এত দিন সেই নিয়ম প্রযোজ্য ছিল না। কিন্তু নতুন নিয়মে সেই আওতায় কলকাতাকেও আনা হয়েছে। এবার একসঙ্গেই আটজনকে বদলি করে কড়া বার্তা দিল কমিশন। দক্ষিণ কলকাতার চারজন রিটার্নিং অফিসারের মধ্যে দুজনকে এবং উত্তর কলকাতার ৭ জনের মধ্যে ৬ জনকেই বদল করা হল।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.