ক্ষমতায় এলেই রাজ্যবাসীকে করোনার টিকা বিনামূল্যে, টুইটে জানাল বঙ্গ বিজেপি

তৃণমূলনেত্রী ভোটের প্রচারে জানিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় এলেই তাঁরা সকলকে বিনামূল্যে করোনার টিকা দেবেন। এবার একই পথে হাঁটল বঙ্গ বিজেপি। শুক্রবারই তাঁরা টুইট করে জানিয়ে দিল, ‘পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই কোভিড-১৯ ভ্যাকসিন প্রত্যেককে বিনামূল্যে সরবরাহ করা হবে’। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে. আগামী ২ মে ভোটগণনার পরই জানা যাবে কারা বসবে রাজ্যের মসনদে। কিন্তু এখনও বাকি দুই দফার ভোট। এরমধ্যে রয়েছে কলকাতার বিধানসভা আসনগুলি। তার আগেই রাজ্যের প্রধান দুই দল করোনা টিকা নিয়ে দেদার প্রতিশ্রুতি দিল। গত বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে এক সভা থেকে তৃণমূলনেত্রী ঘোষণা করেছিলেন, আগামী ৫ই মের পর রাজ্যের সকলকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি ভ্যাকসিন ইস্যুতে বার বার  কেন্দ্রীয় সরকারকে কাঠগড়াতেও তুলেছিলেন তিনি। এবার বঙ্গ বিজেপির তরফেও একই ঘোষণা করা হল। অর্থাৎ ২ মে রাজ্যের ক্ষমতায় জোড়াফুল বা পদ্মফুল শিবির যেই আসুক না কেন, রাজ্যের মানুষ করোনার টিকা পাবেন ‘ফ্রি’-তেই।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.