মানুষ চাইলে আমি ইস্তফা দেব, কিন্তু আপনি তৈরি থাকুন, মমতাকে শাহ

রবিবার রাজ্যে ভোট প্রচারে এসে কার্যত দক্ষিণবঙ্গ চষে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নদিয়ায় দুটি রোড শো করে তিনি সোজা চলে আসেন বসিরহাটে। সেখানে জনসভা করেই তিনি এসে পৌঁছান রাজারহাট গোপালপুর বিধানসভায়। সেখানে জনসভা করে সোজা পানিহাটিতে রোড শো। এরপর  সন্ধ্যে নাগাদ তিনি কামারহাটিতে কর্মীসভায় ভাষণ দিলেন। পঞ্চম দফার ভোটের আগে দক্ষিণবঙ্গের কঠিন আসনে গেরুয়া পতাকা ওড়াতে মরিয়া বিজেপির প্রধান ভোট সেনাপতি। এদিন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এক জনসভা থেকে তিনি ফের আক্রমণ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অমিত শাহ কটাক্ষের সুরে বলেন, ‘মানুষ যখন চাইবে তখন আমি ইস্তফা দেব। তবে ২ মে আপনি ইস্তফা দেওয়ার জন্য তৈরি থাকুন। ২ মে বেলা ২টোর মধ্যেই আপনাকে রাজভবনে গিয়ে ইস্তফা দিতে হবে’।

প্রসঙ্গত, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরই ঠেলেছিলেন মুখ্যমন্ত্রী। এর জন্য তাঁর পদত্যাগও দাবি করেছিলেন তিনি। এদিন তারই জবাব দিলেন অমিত শাহ। আদতে তিনি বলতে চাইলেন, মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি। দেশের অর্ধেকের বেশি রাজ্যেই তাদের সরকার। এই পরিস্থিতিতে মমতার দাবি তাঁর কাছে গুরুত্বহীন। বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকেও এদিন তিনি ফের বলেন, মমতা দিদির প্ররোচনামূলক বক্তব্যের জন্যই শীতলকুচিতে গুলি চালানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post