এখনই অসহ্য গরম থেকে রেহাই নেই রাজ্যবাসীর


দিন কয়েক আগে কালবৈশাখীর কারণে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সাময়িক স্বস্তি ফিরলেও আবার অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসী। শহরের তাপমাত্রাও প্রায় চল্লিশ ছুঁই ছুঁই। কলকাতা সহ রাজ্যের মানুষ এখন চাতক অপেক্ষায়। তবে এক্ষেত্রে এখনই কোনও স্বস্তির খবর শোনাতে পারছে না আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে, জারি থাকবে তাপপ্রবাহ। 
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ২৭ শতাংশ। আরও বাড়বে তাপমাত্রার পারদ। আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তিও। এখনই কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও, মে মাসের প্রথম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদে। অন্যদিকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। এবছর স্বভাবিক বর্ষা হওয়া নিয়ে খুশির কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.