পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 

কয়েকদিন ধরেই জল্পনা চলছিল নন্দীগ্রামে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু অধিকারীকেই বিরোধী দলনেতা বাছবে বিজেপি। সেটাই সত্যি হল, সোমবার তাঁকেই দলনেতা বাছলেন সদ্য নির্বাচিত বিজেপি বিধায়করা। তবে বিগত ২০ বছরে প্রথমবার ভোটে জেতা মুকুল রায়ের নামও বিরোধী দলনেতা হিসেবে লড়াইয়ে ছিলেন। কিন্তু সোমবার তিনিই নাটকীয়ভাবে শুভেন্দুর নাম প্রস্তাব করলেন বিরোধী দলনেতা হিসেবে। তাতে সম্মতি দিয়েছেন ২২ জন নব নির্বাচিত বিজেপি বিধায়ক।


পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা বাছতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং দলের অন্যতম সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে দায়িত্ব দিয়েছিল বিজেপি। সোমবার হেস্টিংসে তাঁরা বৈঠকে বসেন বঙ্গ বিজেপির পরিষদীয় দলের সঙ্গে। যেখানে এবার জেতা সমস্ত বিধায়কদের ডাকা হয়েছিল। এদিন বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর জানান, বিধানসভায় দলের নেতা এবং বিরোধী দলনেতা হিসেবে নব নির্বাচিত বিধায়কদের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছিল। সেখানে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন। ওই নামে আরও ২২ জন বিধায়ক সমর্থন করেন। বাকি বিধায়করা কোনও নাম প্রস্তাব করেননি। তাই শুভেন্দুকেই দলের নেতা হিসেবে নির্বাচিত করা হল। বিজেপি সূত্রের খবর, মুকুল রায় দলের সর্বভারতীয় সহ-সভাপতি, তাই তাঁর সংগঠিনিক দায়িত্ব অনেক বেশি। অপরদিকে বিধানসভায় অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে শুভেন্দু। তাই তাঁকেই শেষ পর্যন্ত বিধানসভায় দলনেতা বাছলেন বিধায়করা। গতবারে বিজেপির দলনেতা ছিলেন মনোজ টিগ্গা। তাঁকে এবার বিধানসভায় মুখ্য সচেতক করা হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.