এখনই লকডাউন নয়, তবে করোনাবিধি আরও কঠোর করলেন মুখ্যমন্ত্রী

অনেকেই মনে করেছিলেন, অন্যান্য রাজ্যের মতো সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে বাংলাও। কিন্তু সোমবার সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। বললেন, ‘সম্পূর্ণ লকডাউন করার পক্ষপাতী নই। বহু গরিব মানুষের সমস্যা হবে। ওদের তো দিন চালাতে হবে। বরং ভালভাবে স্বাস্থ্যবিধি মেনে চলুন। মনে রাখবেন, মাস্ক পরতে হবে, ভাল করে স্যানিটাইজ করতে হবে, হাত বারবার ধোবেন। লোকাল ট্রেন বন্ধ হওয়ায় ঝুঁকি অনেকটা কমেছে। লকডাউনের মতো করেই চলুন সবাই’। পাশাপাশি তিনি অন্য রাজ্য থেকে এই পশ্চিমবঙ্গে ঢোকার ব্যাপারে বিধি আরও কঠিন করলেন। অন্য রাজ্য থেকে এ রাজ্যে কেউ এলে RT-PCR টেস্ট বাধ্যতামূলক করা হল।


এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লোকাল ট্রেন বন্ধ করেছিলেন। সময় বেধে দিয়েছিলেন বাজার ও দোকানপাট খোলা রাখার। বন্ধ করে দিয়েছিলেন শপিং মল, সিনেমা হলের মতো প্রতিষ্ঠানগুলি। এবার মন্ত্রীসভার প্রথম বৈঠকের পর সিদ্ধান্ত নিলেন, এবার থেকে অন্য রাজ্য থেকে এ রাজ্যে কেউ এলে RT-PCR টেস্ট বাধ্যতামূলক করা হল বলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট পজিটিভ এলে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। সোমবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বারবার বলছি, ভ্যাকসিন কিনে সবাইকে বিনামূল্যে দেব। তাও ভ্যাকসিন দিচ্ছে না। এত টিকা এই মুহূর্তে বিদেশে পাঠিয়ে দিলে সংকট তো হবেই। তবু বারবার বলছি, ভ্যাকসিন হাতে এলেই সবাইকে তা দেওয়ার কাজ শুরু হবে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.