সুপ্রিম কোর্টে ধাক্কা সিবিআইয়ের, নারদ মামলা প্রত্যাহার

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নারদ মামলা সরানোর আর্জি নিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল। মঙ্গলবার মামলার শুনানি শুরু হতেই সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রশ্নের মুখে পড়েন সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। এরপরেই আবেদন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয় সিবিআই। তার ফলে আবারও কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে (পাঁচ সদস্যের বেঞ্চে) ফিরল নারদ মামলা। 


সর্বোচ্চ আদালত সূত্রে জানা যাচ্ছে, এদিন সাওয়াল শুরু হতেই সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘হাই কোর্টের বিচারপতিরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। এই জায়গাটা লক্ষ্য করুন, ‘ওই ব্যক্তিরা কী প্রভাব ফেলেছিল’। প্রত্যেকে তা জানেন। ওই ঘটনার সরাসরি সম্প্রচার হয়েছিল। সিবিআই কী করতে পারে? তাদের প্রভাব এবং ঔদ্ধত্য দেখুন’। কিন্তু বিচারপতিদের পাল্টা প্রশ্ন, ‘আমরা যখন আইনজীবী ছিলাম, আমরা কি চার্জশিট জমা দেওয়ার পর সওয়াল জবাব করতাম?’ পরে সুপ্রিম কোর্টের বেঞ্চের বিচারপতিরা বলেন, ‘আমাদের নির্দেশ শুনুন। এই শুনানির উপর ভিত্তি করে আমরা কিছু রায় দিতে চাই না। সিবিআইয়ের আইনজীবী স্বীকার করেছেন, হাই কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ মামলাটি শুনছেন। তাই তাঁর কাছে অনুরোধ, হাই কোর্টের কাছেই তাঁরা সমস্ত বিষয়টি উত্থাপন করুন। হাই কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ কী রায় দেয় সে দিকে আমরা নজর রাখব’। এরপরই সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা জানিয়ে দেন, মামলা প্রত্যাহার করার বিষয়টি। ফলে আগামী বুধবার কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চেই নারদ মামলার শুনানি হবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.