খানিকটা স্বস্তি বাংলার, ঘূর্ণিঝড় ইয়াস কিছুটা সরল ওডিশার দিকে

অনেকটাই শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হয়েচে ইয়াস। সেই সঙ্গে গতিও বাড়িয়েছে ঘূর্ণিঝড়টি। আরও দ্রুত ধেয়ে আসছে উপকূলের দিকে। দিল্লির মৌসম ভবনের শেষ বুলেটিন অনুযায়ী বাংলা থেকে কিছুটা দূরে সরে গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। আপাতত সেটি পারাদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ২০০ কিমি, বালাসোরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ২৮৬ কিমি এবং পশ্চিমবঙ্গের দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ২৮০ কিমি দূরে অবস্থান করছে। অর্থাৎ বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করবে বলে পূর্বাভাস। যা আপাতত রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর। তবে দিল্লির মৌসম ভবন আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে যত এগোবে ততই গতি বাড়বে। আপাতত ঘন্টায় ১৭ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগোচ্ছে ইয়াস। ফলে আগামী ১২ ঘন্টার মধ্যে বিপুল শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় (very severe cyclonic storm) হিসেবে পরিনত হবে ইয়াস। 

 

মঙ্গলবার দুপুরে দিল্লির মৌসম ভবনের তরফে জারি করা এক বুলেটিনে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যা থেকেই ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। ওডিশার জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, পুরী, ভদ্রক, বালেশ্বর জেলায় এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার গতিবেগে হাওয়া দিতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় ঘন্টায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া দিতে পারে। ফলে মঙ্গলবার সন্ধ্যা থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ইয়াসের প্রভাব পড়তে শুরু করবে।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.