মহাকাশে ইতিহাস গড়ল চিন, মঙ্গলপৃষ্ঠে অবতরণ চিনা রোভারের

ইতিহাস গড়ল চিন। শনিবার ভোররাতে মঙ্গলের মাটিতে অবতরণ করল চিনা মঙ্গলযান তিয়েনওয়েন-১ (Tianwen-1)-এর রোভার জুরং। প্রথম প্রচেষ্টাতেই চিনা মহাকাশযানের এই সাফল্য তাঁদের বিশ্বের প্রথম সারির দেশগুলির পাশাপাশি পৌঁছে দিল। প্রসঙ্গত গত ফেব্রুয়ারি মাসেই মঙ্গলের কক্ষপথে ঢুকে পড়েছিল তিয়েনওয়েন-১ নামে চিনা মঙ্গলযানটি। এরপর সেটি মঙ্গলের কক্ষপথে ঘুরপাক খাচ্ছিল। যার মধ্যেই ছিল রোভার জুরং। যেটি অবশেষে ‘আতঙ্কের সাত মিনিট’ ভালোয় ভালোয় কাটিয়ে মঙ্গলের মাটিতে নেমে আসে। একটি প্যারাসুটের সাহায্যেই রোভারটি মঙ্গলের মাটি ছোঁয়। চিনা মহাকাশ সংস্থা জানিয়েছে, পূর্ব নির্ধারিত ‘ইউটোপিয়া প্ল্যানিশিয়া’ অঞ্চলেই নেমেছে তাঁদের রোভার। চিনের সরকারি সংবাদমাধ্যম শিনহুয়া চিনের মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’কে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে। জানা যাচ্ছে, রোভারটি মঙ্গলের মাটিতে ৯০টি মঙ্গল দিবস কাটাবে এবং প্রয়োজনীয় অনুসন্ধান চালাবে। এই সময়ের মধ্যে মঙ্গলের মাটিতে নমুনা সংগ্রহ করার পাশাপাশি সেখানকার আবহাওয়া সংক্রান্ত গবেষণাও করবে ওই রোভার। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.