করোনায় প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই, শোকের ছায়া কালীঘাটে

রাজ্যে মারাত্মক রূপ নিচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ। ছাড় পাচ্ছে না কেউই। শনিবার সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এল দুঃসংবাদ। করোনা প্রাণ কাড়ল মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের। ১ মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে শোকের ছায়া নেমে আসে কালীঘাটে। মুখ্যমন্ত্রীর পরিবার সূত্রে খবর, এদিন দুপুরেই কোভিড প্রোটকল মেনে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। একদিকে যখন দিল্লি ও মহারাষ্ট্রে সংক্রামণের হার নিম্নমুখী এবং মৃত্যুর হারও কমছে তখন কলকাতা সহ বাংলায় করোনা সংক্রমণ উর্ধমুখী। এরমধ্যেই শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুঃসংবাদ এল, করোনা ভাইরাস কেড়ে নিল তাঁর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়কে। ক্রীড়াপ্রেমী এবং স্বল্পভাষী অসীমবাবু সকলের কাছেই খুবই জনপ্রিয় মানুষ ছিলেন। যদিও তাঁর কো-মরবিডিটির সমস্যা ছিল বলে জানা যাচ্ছে।                       

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.