উদ্যোগ রাজ্যের, আরও ২ লাখ কোভিশিল্ড আসছে রাজ্যে

 

রাজ্যে করোনা সংক্রমণ উর্ধমুখী। এই পরিস্থিতিতে রাজ্যে টিকাদান কর্মসূচি অনেকটাই ব্যহত হচ্ছে। মুখ্যমন্ত্রী বারবারই দাবি করছেন কেন্দ্রের কাছে টিকা চেয়েও চাহিদা মতো পাচ্ছে না রাজ্য। এবার নিজেই উদ্যোগী হল রাজ্য সরকার। টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউডকে করোনার টিকার বরাদ দিয়েছিল নবান্ন। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বুধবারই কলকাতায় আসছে মোট ২ লাখ ১২ হাজার ৪৬০টি টিকার ডোজ। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রের কাছ থেকে সরাসরি টিকা কেনার ছাড়পত্র পাওয়ার পরই রাজ্য সরাকার করোনার টিকা কেনার অগ্রিম দিয়েছিল সেরাম ইনস্টিটিউডকে। এরপরই এই প্রথম রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগে আসছে কোভিশিল্ড টিকা। সূত্রের খবর, পুণে থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে সকাল ৮টা ৫০ মিনিটের বিমানে কলকাতা আসবে এই ভ্যাকসিন। রাখা হবে বাগবাজারের সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে। পরে চাহিদা মতো তা রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেবে রাজ্যের স্বাস্থ্য দফতর।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.