সমস্ত লাক্সারি গাড়ি পাঠিয়ে দিচ্ছেন অন্য কোথাও, রোনাল্ডোকে নিয়ে জল্পনা

তবে কী জুভেন্তাস ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? এই প্রশ্নটাই নিয়ে জোরদার জল্পনা চলছে ফুটবল বিশ্বে। একই জল্পনা অবশ্য লিও মেসিকে নিয়েও। তবে সিআর-৭ কিন্তু এককাঠি উপর দিয়ে গেলেন। কয়েকটি বড় ট্রেলারে তুলে দিলেন তাঁর সাধের লাক্সারি গাড়িগুলি। সেগুলি পাঠানো হল অন্য কোনও অজ্ঞাত স্থানে, তাও রাতের অন্ধকারে। তবে একটি সিসিটিভি ফুটেজ লিক হয়েছে সেই কর্মকাণ্ডের। যা কিনা সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল, সেইসঙ্গে উত্তাল সোশাল মিডিয়া। ২০১৮ সালে পর্তুগিজ জাদুকর স্পেনের রিয়েল মাদ্রিদ ছেড়ে চলে আসেন ইতালিতে। যোগ দেন ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্তাসে। তবে ইদানিং দলের মধ্যেই সিআর-৭ কে নিয়ে দলের মধ্যেই তৈরি হয়েছে অসন্তোষ। শোনা যাচ্ছে সহ ফুটবলারদের মধ্যেই বিদ্রোহ তৈরি হয়েছে। ফলে কার্যত বিরক্ত রোনাল্ডো জুভেন্তাস ছাড়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছেন। আর এই ভাইরাল হওয়া ভিডিও সেই জল্পনা আরও উস্কে দিল। তবে কোথায় যাবেন পর্তুগিজ তারকা? শোনা যাচ্ছে ফ্রান্সের প্যারিস সাঁ জাঁ বা ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ক্লাব থেকেই তিনি হয়ে উঠেছিলেন সুপারস্টার। এখন দেখার তিনি কোন ক্লাবে সই করেন।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.