বন্ধ স্কুলেই ‘সেফ’ হোম তৈরির উগ্যোগ নিল রাজ্য সরকার

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আপাতত স্থগিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও। এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিকে ‘সেফ হোম’ বানাতে চায় রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সেইমতো সমস্ত জেলাশাসককে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে স্কুলগুলি স্যানিটাইজ করে প্রয়োজনমতো সেফ হোম বানিয়ে নেওয়া যায়। সূত্রের খবর, গত রবিবারই এই সংক্রান্ত নির্দেশিকা জেলাশাসকদের পাঠিয়ে দেওয়া হয়। ওই নির্দেশিকায় বলা হয়েছে এলাকায় প্রয়োজনমতো স্কুল বাছাই করে আগে পরিস্কার পরিচ্ছিন্ন এবং জীবানুমুক্ত করার জন্য। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ধুলোবালি জমে থাকবে এটা বলাই বাহুল্য। তাই জরুরী ভিত্তিতে স্কুলগুলি পরিস্কার করা দরকার। এরপর সেই রিপোর্ট স্কুল শিক্ষা দফতরে পাঠাতে বলা হয়েছে জেলাগুলিকে। পরে প্রয়োজনমতো স্কুলগুলিতেই সেফ হোম তৈরি করার ছাড়পত্র দেবে দফতর। তবে সেখানে কী কী ধরণের সুবিধা পাওয়া যাবে সেটা এখনও জানা যায়নি।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.