করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে তুলনায় কম বয়সিরা, জানাল ICMR

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (ICMR) প্রধান বলরাম ভার্গভ বুধবার জানালেন করোনার দ্বিতীয় ঢেউয়ে তুলনায় কম বয়সিরা বেশ আক্রান্ত হচ্ছে। আর এর পিছনে যে করোনার নতুন ভারতীয় প্রজাতিগুলিই দায়ি সেটাও জানালেন তিনি। পাশাপাশি তাঁর ব্যাখ্যা, অল্প বয়সিরা এ বার বেশি মাত্রায় বাড়ি থেকে বেরোতে শুরু করেছিলেন। ফলে সহজেই আক্রান্ত হচ্ছে তাঁরা। আইসিএমআরের এই সমীক্ষায় কপালে চিন্তার ভাঁজ বাড়ছে সাধারণ মানুষের। এর আগেই একটি গবেষণায় জানা গিয়েছিল, করোনার তৃতীয় ঢেউয়ে শিশু ও কিশোরদেরও আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই প্রশ্নের উত্তরেই আইসিএমআর প্রধান এই তথ্য জানান। তবে তিনি এও জানিয়েছেন, ৪৫ বছরের উপরে থাকা মানুষ এখনও এই রোগে বেশি মাত্রায় স্পর্শকাতর। এবং বাড়াবাড়ির আশঙ্কাও তাঁদের মধ্যেই বেশি। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান জানাচ্ছে, করোনার প্রথম ঢেউয়ে কম বয়সিদের মধ্যে ৩১ শতাংশ আক্রান্ত হয়েছিল, দ্বিতীয় ঢেউয়ে সেটা বেড়ে হয়েছে ৩২ শতাংশ। আর এর পিছনে মূল দায়ী করোনার ভারতীয় স্ট্রেন বা প্রজাতিগুলি।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.