উচ্চ মাধ্যমিকও কী এবার পিছিয়ে যাচ্ছে? ইঙ্গিত দিল সংসদ

চলতি বছরের ১৫ জুন শুরু হওয়ার কথা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী রাজ্যে। দৈনিক সংক্রমণ ২০ হাজার ছাডিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে পরীক্ষা নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। একদিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রায় একই কথা শোনালো। সংসদের সভানেত্রী মহুয়া দাস জানালেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে আমরা প্রস্তুত। তবে পরীক্ষার্থীদের জীবন ও সুরক্ষার থেকে বড়  কিছু এখন হতে পারে না। তবে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার বললে হবে, পিছতে বললে পিছোবে। তবে সংসদের সভানেত্রী পরিস্কার করে দিয়েছেন এবার পরীক্ষা হলে হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলেই হবে। সূত্রের খবর, মাধ্যমিক নিয়ে একটি চূরান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে এই রিপোর্ট দেখেই পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.