সুরার কালোবাজারিদের বিরুদ্ধে মদন মিত্র


শনিবার অবধি স্বাভাবিক ছিল জীবনযাত্রা কিন্তু রবিবার থেকে কড়া অনুশাসনের সাথে রাজ্য চলেছে | শনিবার কামারহাটির বিধায়ক মদন মিত্র একটি সেফ হোম উদ্বোধন করেন | তিনি মনে করেন এই লকডাউনের মতো আটকে দেওয়া প্রক্রিয়ার সমর্থন করেন তিনি | কিন্তু মদের দোকান বন্ধ এবং "দিশি" মদের কালোবাজারির বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি | মদন বলেন, সমস্ত আটকে দেওয়ার ঘোষণার পর মদের দোকানে লম্বা লাইন দেখে স্তম্বিত তিনি | জানালেন, মানুষ খায় বলেই ভিড় | তিনি প্রায়ই ফেসবুক লাইভ করেন, সেখানেই ব্যাক্ত করেন তাঁর বক্তব্য | তিনি জানান যে, এরপর দিশি ব্ল্যাক হবে ১০০ টাকার মাল ১০০০ টাকায় বিক্রি হবেই " বাস্তব কথাই বলেছেন মদন মিত্র | গতবছর লকডাউন কালে চরম কালোবাজারি হয়েছে দেশি বিদেশী মদ | বহু মানুষ এই কান্ড করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে কিন্তু ধরা যায় নি তাদের | শনিবার তারাই পেটি পেটি মাল তুলে রবিবার থেকেই ব্ল্যাক করা শুরু করবে | সরকারি প্রশাসনকে বোধহয় এই বার্তাই দিয়েছেন মদন মিত্র |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post