প্রয়াত বিশিষ্ট সাংবাদিক তথা সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায়

বাংলা সংবাদ জগতে ইন্দ্রপতন। করোনা প্রাণ কাড়ল টেলিভিশনে খবরের চ্যানেলের অন্যতম সঞ্চালক, সম্পাদক তথা সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। বয়স হয়েছিল মাত্র ৫৬ বছর। বর্তমানে তিনি বাংলার একটি খবরের চ্যানেলের সম্পাদক ছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু কয়েকদিন আগে তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। ফলে তাঁকে ফের হাসপাতালে ভর্তি করতে হয়। এবার আর সুস্থ হওয়া হয়ে উঠল না অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ মৃত্যু হয় তাঁর। সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বাংলার অন্যতম সেরা টেলিভিশন সঞ্চালক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দুঃখিত। তাঁর পরিবার ও সহকর্মীদের সমবেদনা জানানোর কোনও ভাষা নেই’। 

 

রাজ্যপাল টুইটারে শোকপ্রকাশ করে জানিয়েছেন, সম্পাদক তথা সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে তিনি শোকাহত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাংবাদিকমহলে। তৃণমূলের মুখপাত্র তথা বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষের কথায়, 'আমি এখনও ভাবতে পারছি না অঞ্জনদা নেই। আমার সঙ্গে সম্মানজনক আন্তরিক সখ্যতার সম্পর্ক ছিল। ফেসবুকে শোকপ্রকাশ করেছেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘জি ২৪ ঘন্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি হল। তাঁর আত্মার সদগতি কামনা করি। ওম শান্তি !’ কলকাতা প্রেস ক্লাবের তরফেও গভীর শোকপ্রকাশ করা হয়েছে অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের  অকাল প্রয়াণে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post