বড়সড় সাইবার হানা এয়ার ইন্ডিয়ায়, চুরি ৪৫ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য

বড়সড় সাইবার হানার শিকার হল এয়ার ইন্ডিয়া। জানা যাচ্ছে, লাখ লাখ যাত্রীর ব্যক্তিগত তথ্য চুরি করে নিল হ্যাকাররা। রাষ্ট্রায়ত্ব বিমান সংস্থার তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘২০১১ সালের ২৬ অগস্ট থেকে ৩ ফেব্রুয়ারি ২০২১ সালের সময়সীমার মধ্যে সংস্থার কাছে যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা সবই হ্যাকারদের হাতে চলে গিয়েছে। যাত্রীদের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, পাসপোর্ট, টিকিট এবং ক্রেডিট কার্ডের তথ্যও চুরি গিয়েছে’। এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তাদের আশঙ্কা, প্রায় ৪৫ লাখ যাত্রীর তথ্য চুরি গিয়েছে। তবে তথ্য চুরি গেলেও তাঁদের সিস্টেমে কিছু অস্বাভাবিক কিছু হয়নি বলেই দাবি করছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই সময়কালে যাতায়াতকারী যাত্রীদের সমস্ত পাসওয়ার্ড বদলে ফেলার পরামর্শ দিয়েছে। তবে স্বস্তির খবর, যাত্রীদের CVV ও CVC নম্বর ফাঁস হয়নি। সংস্থার যেহেতু এগুলো স্টোর করা হয়না, তাই ফাঁস হয়নি। আরও বিশদ তথ্যের জন্য, যাত্রীদের aidata.helpdesk@airindia.in - এই ইমেল আইডিতে ইমেল করার জন্য অনুরোধ করেছে এয়ার ইন্ডিয়া।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.