নারদ মামলায় তৈরি হল পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ, শুনানি সোমবার

অবশেষে নারদ মামলায় পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন হল কলকাতা হাইকোর্টে। শুক্রবার জেল থেকে মুক্তি পেলেও নারদ মামলায় আপাতত গৃহবন্দি থাকতে হবে চার হেভিওয়েট নেতাকে। হাইকোর্টের নির্দেশে ধৃত চার নেতা বাড়ি থেকেই ভার্চুয়ালি প্রশাসনিক কাজকর্ম করতে পারবেন। এরমধ্যেই পাঁচ সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন করল আদালত। আগামী সোমবার সকাল ১১টায় এই ডিভিশন বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্ট সূত্রে জানানো হয়েছে এই বেঞ্চে থাকছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি থাকছেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সোমেন সেন। প্রসঙ্গত, শুক্রবার নারদ মামলার শুনানিতে দুই সদস্যের বেঞ্চে ধৃতদের জামিন নিয়ে জট তৈরি হয়েছিল। দুই বিচারপতির মধ্যে মতবিরোধ হয়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় অভিযুক্তদের জেলে না রাখার জন্য সওয়াল করলেও রাজেশ বিন্দালের গলায় ছিল অন্য সুর। সেই কারণে জামিনের মামলা বৃহত্তর বেঞ্চে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.