সংক্ষিপ্ততম, মাত্র ৬ মিনিটেই শপথ নিলেন রাজ্যের ৪৩ মন্ত্রী

করোনা অতিমারীর মধ্যে পশ্চিমবঙ্গের ৪৩ জন মন্ত্রীর শপথ নিলেন সোমবার। এদিন বেলা পৌনে এগারোটা নাগাদ রাজভবনে আড়ম্বরহীন শপথগ্রহণ অনুষ্ঠান হল। সময় লাগলো মাত্র ৬ মিনিট। প্রথমে ২৪ জন পূর্ণমন্ত্রীকে একসঙ্গেই শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ১০ জনের শপথ হয়। শেষে বাকি নয় প্রতিমন্ত্রীর। অসুস্থতার জন্য এদিন অমিত মিত্র, ব্রাত্য বসু এবং রথীন ঘোষ শপথ নিলেন ভার্চুয়ালি। দীর্ঘদিন ধরেই অসুস্থ অমিত মিত্র। তিনি এবার ভোটেও লড়েননি। তবুও তাঁকে মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভবত তিনি অর্থ মন্ত্রকের দায়িত্বই পেতে চলেছেন। করোনায় আক্রান্ত ব্রাত্য বসু এবং রথীন ঘোষ রয়েচেন হোম আইসোলেশনে। এই তিনজনই বাড়ি থেকে শপথবাক্য পাঠ করেন এদিন। এদিন রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অধিকাংশ বিধায়ক এবং সাংসদ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.