আদালতের হস্তক্ষেপ মানতে রাজি নয় কেন্দ্র, হলফনামা সুপ্রিম কোর্টে

করোনার টিকার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির জন্য আলাদা আলাদা দাম নিয়ে এমনিতেই তোপের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার। প্রথম থেকেই সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা। মামলা হয় শীর্ষ আদালতে। টিকার দাম ভিন্ন কেন কেন্দ্রের কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। রবিবার গভীর রাতে হলফনামা জমা দিল কেন্দ্রীয় সরকার। হলফনামায় কেন্দ্র জানিয়েছে, তাদের টিকানীতি সঠিক এবং এ নিয়ে আদালতের হস্তক্ষেপ মানতে রাজি নয় তাঁরা। সেই সঙ্গে জানানো হয়েছে, ‘আদালতের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে তিক্ত ফলের জন্ম দেয়। বিশ্ব জুড়ে এমন অতিমারিপর্বে দেশের টিকানীতি নির্ধারিত হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিজ্ঞানীদের সাহায্যে। তাই এ ক্ষেত্রে বিচারবিভাগীয় হস্তক্ষেপ মানার কোনও জায়গা নেই’। টিকার দাম নিয়ে কেন্দ্রের যুক্তি, দুই ভ্যাকসিন নির্মাতা যে দাম ঠিক করেছে তা আয়ত্তের মধ্যে তো বটেই তার সঙ্গে সারা দেশে একই। অপরদিকে, কেন্দ্রীয় সরকার যে বিনামূল্যেই ১৮ উর্ধ্বদের টিকা দেওয়ার কথা ঘোষণা করেছে সেটাও বলা হয়েছে হলফনামায়। সোমবার থেকে এই মামলার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.