বোমা নিষ্কিয় করার সময় বিস্ফোরণ, গুরুতর জখম দুই সিআইডি কর্মী

উদ্ধার হওয়া বোমা নিষ্কিয় করতে গিয়ে গুরুতর জখম হলেন CID বোম ডিসপোজাল স্কোয়াডের দুই কর্মী। ঘটনাটি শনিবার দুপুরে ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বনহুগলিতে। সিআইডি সূত্রে জানা যাচ্ছে, আহত দু’জনের মধ্যে একজন আধিকারিক অন্যজন কনস্টেবল। দুজনেরই অবস্থা আশঙ্কাজন, তাঁদের বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের খেয়াদহ এলাকায় ২ ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। নরেন্দ্রপুর থানার পুলিশকর্মীরা সারা রাত তল্লাশি চালিয়ে বোমাগুলি উদ্ধার করে। শনিবার সেই বোমা নিষ্কিয় করার জন্য ডাকা হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে। বোমাগুলি নিষ্কিয় করার সময়ই ঘটে বিপত্তি। দুর্ঘটনাবশত হঠাৎই বিস্ফোরণ হয়। তাতে আহত হন এক আধিকারিক ও এক কন্সটেবল। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে সিআইডি শীর্ষ কর্তারা। স্থানীয়দের দাবি, ভোটের পর সন্ত্রাসের আবহ তৈরি করতেই বোমা মজুদ করা হয়েছিল। তবে বোমাগুলি কে বা কারা মজুদ করেছিল সেটা জানতে তদন্ত করছে সোনারপুর থানার পুলিশ।

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.