দিল্লিতে ফের অক্সিজেনের অভাবে মৃত্যু হল এক ডাক্তার সহ ৮ রোগীর

অক্সিজেনের অভাবে দিল্লির হাসপাতালগুলিতে মৃত্যুমিছিল অব্যাহত। আবারও মর্মান্তিক ঘটনা দিল্লির এক হাসপাতালে। এবার অক্সিজেনের ঘাটতি থাকায় দিল্লির বাত্রা হাসপাতালে মৃত্যু হল আটজনের। যাঁদের মধ্যে রয়েছেন একজন চিকিৎসকও। গত এক সপ্তাহে দিল্লিতে এটা দ্বিতীয় ঘটনা। দিল্লির বাত্রা হাসপাতাল থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ১১টা ৪৫ নাগাদ অক্সিজেন শেষ হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর দুপুর দেড়টার কিছু পর ওই হাসপাতালে অক্সিজেন দেওয়া হয়। এই সময়ের মধ্যেই হাসপাতালে ভর্তি থাকা আটজন রোগী একে একে মৃত্যুর মুখে ঢলে পড়েন। ওই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মৃত আটজনের মধ্যে ৬ জন আইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিলেন, বাকি দুজন সাধারণ ওয়ার্ডে। মৃত চিকিৎসকের নাম ডাঃ আর কে হিথানি, তিনি একজন গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট। অক্সিজেনের অভাব নিয়ে গত এক সপ্তাহ ধরেই অভিযোগ করে আসছিল বাত্রা হাসপাতাল। এনিয়ে মামলাও চলছিল দিল্লি হাইকোর্টে। এমনই এক পরিস্থিতিতে শনিবার দুপুর ১টার পর একে একে ৮ কোভিড রোগীর মৃত্যু প্রশ্নের মুখে ঠেলে দিল সরকারকে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.