ভোট পরবর্তী হিংসাঃ রাজ্যে এল ৪ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল


 

একক সংখ্যাগড়িষ্ঠতা নিয়ে সদ্য ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে তৃণমূল কংগ্রেস। বুধবারই শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্র-রাজ্য সংঘাত শুরু। ভোট পরবর্তী হিংসা নিয়ে এরমধ্যেই রাজ্য প্রশাসনকে দু’বার চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এমনকি উপযুক্ত জবাব না পেলে কড়া ব্যবস্থার কথাও বলা হয়েছিল ওই চিঠিতে। এবার সেটাই করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। চার সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বাংলায়। তাঁরা ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং দিল্লির কাছে রিপোর্ট দেবেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবারই চার সদস্যের প্রতিনিধি দলটি রাজ্যে এসে পৌঁছেছে। একজন অতিরিক্ত সেক্রেটারি পর্যায়ের এক অফিসারের নেতৃত্বে ওই দল পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এ রাজ্যে এসে‌ হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও তাঁরা ঘুরে দেখবেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সমগ্র পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 

তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সিএন নিউজকে টেলিফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, এটা রাজ্যের স্বাধিকারে হস্তক্ষেপ। সবে একটি সরকার গঠন হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার কথা বলেছেন। এরপরও কেন্দ্র অযাচিতভাবে রাজ্যের আইনশৃঙ্খলাতে হস্তক্ষেপ করছে। প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। ভোটের ফল প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত ১২ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ করতে নির্দেশও দিয়েছেন। এরপর বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চার সদস্যের প্রতিনিধি দল পাঠিয়ে রাজ্যের ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পাঠানো হচ্ছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post