আজ শপথ মমতার মন্ত্রীসভার, নতুন মুখ ১৬

একুশের ভোটে অসামান্য জয়ের পর গত বুধবারই তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর মন্ত্রীসভার সদস্যদের শপথ নেওয়ার পালা। সোমবার সকাল পৌনে এগারোটা নাগাদ শপথ নিতে চলেছেন মোট ৪৩ জন মন্ত্রী। যাদের মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন, বাকি ১৯ জন প্রতিমন্ত্রী। তবে প্রতিমন্ত্রীদের মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বে। রবিবারই মন্ত্রীদের একটি তলিকা রাজভবনে পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরেই কারা কারা মন্ত্রী হচ্ছেন সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। তৃণমূলের অন্দরেরও চলছিল জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেল ১৬ জন প্রথমবারের জন্য মন্ত্রীত্বের স্বাদ পেতে চলেছেন একুশের ভোটে জিতে। বাকিরা গত দু’বার তৃণমূলের মন্ত্রীসভায় সদস্য ছিলেন। মুখ্যমন্ত্রীর মতো ভোটে না জিতেই মন্ত্রী হতে চলেছেন অমিত মিত্র। তিনিই ফের অর্থমন্ত্রকের দায়িত্ব নিতে চলেছেন। তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি ভার্চুয়ালি শপথ নেবেন। 


এবারের মন্ত্রীসভায় একেবারেই নতুন মুখ হলেন বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি। অপরদিকে দেখা গেল প্রত্যাশা থাকা সত্বেও রুপোলি জগতের কোনও তারকা বিধায়ককে এবার মন্ত্রীসভায় স্থান পেলেন না। তবে রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে এবার মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। জোরালো জল্পনা থাকলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রর। পাশাপাশি গত মন্ত্রীসভার দুই সদস্য এবার বাদ পড়েছেন। তাঁরা হলেন তাপস রায় এবং নির্মল মাঝি।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post