মমতার মন্ত্রীসভায় ঠাঁই হল না যাদের

সোমবার সকাল ১০টা বেজে ৪৫ মিনিট থেকে একে একে শপথ নেবেন তৃতীয় তৃণমূল মন্ত্রীসভার সদস্যরা। কিন্তু গত মন্ত্রীসভার অনেকের নামই নেই একুশের তালিকায়। কেউ এবার টিকিট পাননি, কেউ আবার ভোটেই হেরেছেন আবার কেউ কেউ জিতে এলেও মন্ত্রীসভায় স্থান পেলেন না। ফলে বাদ পড়া তালিকাটা নেহাত মন্দ নয়। অপরদিকে, ভোটে না দাঁড়িয়েও মন্ত্রী হতে চলেছেন অমিত মিত্র। সবমিলিয়ে এবারের মন্ত্রীদের নামের তালিকায় চমক কম নেই। 


রবিবার রাজভবনে পাঠানো নতুন মন্ত্রীদের তালিকা অনুযায়ী এবারের মন্ত্রীসভায় বাদ পড়েছেন তাপস রায়, নির্মল মাজি, মন্টুরাম পাখিরা, গিয়াসউদ্দিন মোল্লা, জাকির হোসেন, আশিস বন্দ্যোপাধ্যায়, তপন দাশগুপ্ত ও  অসীমা পাত্র। এদের মধ্যে তাপস রায় এবং নির্মল মাঝি এবার জিতলেও ঠাঁই পেলেন না মন্ত্রীসভায়। জাকির হোসেনের কেন্দ্র জঙ্গিপুরে আরএসপি প্রার্থীর মৃত্যুর জেরে ভোটই হয়নি এখনও। অপরদিকে গত মন্ত্রীসভার পূর্ণমন্ত্রী পূর্ণেন্দু বসুকে এবার প্রার্থী করেনি তৃণমূল। আবার গত মন্ত্রীসভার প্রতিমন্ত্রীদের মধ্যে বাচ্চু হাঁসদা, রেজ্জাক মোল্লা, রত্না কর ঘোষও এবার টিকিট পাননি। তাই স্বাভাবিকভাবেই একুশের মন্ত্রীসভায় স্থান হল না তাঁদের। আবার ভোটে হেরেও মন্ত্রী হতে পারলেন না গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয়কৃষ্ণ বর্মন, শান্তিরাম মাহাতো ও শ্যামল সাঁতরা। অনেকেই আশা করেছিলেন মমতার প্রথম মন্ত্রীসভার অন্যতম সদস্য তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রকে এবার মন্ত্রীসভায় জায়গা পেতে চলেছেন। কিন্তু তালিকায় তাঁর নাম না দেখে কার্যত হতাশ মদনের অনুরাগীরা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.