তৃণমূলের তরফে রাজ্যসভায় যাবেন কারা?

এই মুহূর্তে বাংলা থেকে রাজ্যসভায় দুটি আসন শূন্য হয়েছে। একটি দীনেশ ত্রিবেদীর আচমকা পদত্যাগের কারণে অন্যটি সাম্প্রতিক বিধানসভায় মানস ভুঁইয়া জিতে মত্রী হওয়ার ফলে। ফলে তাঁদের আসনে কাদের মনোনয়ন দেবেন তৃণমূলনেত্রী সেটা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। এই গুঞ্জনে বহু নাম ঘুরে বেড়াচ্ছে। দীনেশের স্থানে যাঁর নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তিনি দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং বর্তমানে তিনি তৃণমূলের সর্ব ভারতীয় সহ সভাপতি পদে রয়েছেন। যশবন্তজি দিল্লির রাজনীতি খুব ভালো বোঝেন এবং মোদি-অমিত শাহ বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরেছেন। একুশের নির্বাচনে তিনি বাংলায় যেমন তৃণমূলের হয়ে প্রচার করেছেন তেমনই বারবার মোদি ও অমিত শাহকে আক্রামণ শানিয়েছেন। 

 

অপরদিকে তিনি ইংরেজি ও হিন্দি খুব ভালো বলেন এবং পার্লামেন্টের কাজকর্ম ভালো বোঝেন। সুতরাং যশবন্ত সিনহার রাজ্যসভায় যাওয়া এক প্রকার নিশ্চিত। অন্য আসনে মানস ভুঁইয়াকেও রাজ্যসভায় রেখে দেওয়া হতে পারে বলে মনে করছেন একাংশ। সেক্ষেত্রে ভবানীপুর কেন্দ্রে ইস্তফা দেওয়া শোভনদেব চট্টোপাধ্যায়কে সবং থেকে জিতিয়ে আনা হতে পারে। কিন্তু মানস ভুঁইয়াকেও মন্ত্রী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁকে বিধানসভাতেই রাখা হতে পারে। আবার ঘনিষ্ঠমহলে শোভেনদেবও চাইছেন এই রাজ্যে থেকেই কাজ করতে। ফলে রাজ্যসভার ওই আসনে নতুন কোনও মুখ আনার সম্ভাবনা রয়েছে। এখন দেখার কাদের নামে মনোনয়ন দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.