রবিবাসরীয় বিকেলে কলকাতা সহ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস


বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ, যা ক্রমাগত শক্তি সঞ্চয় করছে। আগামী কয়েকদিনের মধ্যেই যা পরিনত হবে প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নামে। এরমধ্যেই আলিপুর হাওয়া অফিস জানাল রবিবার বিকেলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হওয়া বইবে। সেই সঙ্গে দুই ২৪ পরগনা এবং কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে। কারণ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তৈরি হয়েছে নিম্নচাপ। তার ফলেই এই বৃষ্টির সম্ভাবনা। আর বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার থেকে প্রথমে বাংলার উপকূলীয় এলাকা এবং পরবর্তী সময়ে গোটা দক্ষিণবঙ্গেই ঝড়বৃষ্টি শুরু হবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.