রিয়্যালিটি শো-তেও গড়াপেটার কাহিনী

সাম্প্রতিক সময়ে বিভিন্ন টিভি চ্যানেলে গান নাচ বা হাস্যরসের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান খুবই জনপ্রিয়। যাকে রিয়্যালিটি শো বলা হচ্ছে। এ ক্ষেত্রে টেলিভিশন বা চলচিত্র জগতের অভিনেতা বা অভিনেত্রীদের বিচারকের আসনে বসানো হয়। আবার বিখ্যাত গায়ক গায়িকাকেও বিচারক করে নিয়ে আসা হচ্ছে। এই শো গুলির জনপ্রিয়তা থাকায় দর্শক সংখ্যাও প্রচুর। তবে দর্শকদের কোনও অভিমত নেওয়া হয় না। বিচারকদের সিদ্ধান্তেই রিয়্যালিটি শো-য়ে জয়ী নির্বাচিত হচ্ছেন প্রতিযোগীতায়। যা নিয়ে সম্প্রতি তুমুল বিতর্ক তৈরি হয়েছে বি-টাউনে। ফলে সোশ্যাল নেটওয়ার্কের যুগে এই বিচারের বিরুদ্ধে সরব হচ্ছেন দর্শকরা। অধিকাংশদেরই দাবি বিচারের নামে জোচ্চুরি হচ্ছে। সম্প্রতি দুটি শো-এর বিরুদ্ধে গর্জে উঠেছিলেন দর্শকরা। দুটিই গানের প্রতিযোগিতা। তুলোধোনা করা হয়েছিল সুরকার জয় সরকারকে। কিন্তু ওই অবধিই, কোনও তদন্ত করা হয় না, হবেও না। সম্প্রতি কিশোরকুমারের পুত্র তথা সংগীত শিল্পী অমিতকুমার বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, তাঁরা টাকা পান এবং তাঁদের নির্দেশ দেওয়া হয় ব্যক্তি বিশেষের (প্রতিযোগী) প্রশংসা করতে। অমিতও নাকি তাই করেছেন। ভয়ঙ্কর অভিযোগ কিন্তু বিচার করবে কে ?    

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.