কৃষক বিক্ষোভে করোনার ছোবলে বাঙালি তরুণীর মৃত্যু

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঝড়েও থামেনি কৃষকদের আন্দোলন। তিন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। এবার সেই বিক্ষোভে করোনার থাবা। দিল্লির টিকরি সীমানায় করোনায় আক্রান্ত প্রাণ হারালেন এক বাঙালি তরুণী। হরিয়ানা সরকার সূত্রে থবর, বেশ কয়েক মাস ধরে ওই এলাকায় কৃষক বিক্ষোভে সামিল ছিলেন মোমিতা নামের ২৫ বছর বয়সী ওই তরুণী। গত ২৬ এপ্রিল তাঁর জ্বর হলে তাঁকে নিয়ে যাওয়া হয় জিএইচ বাহাদুরগড় হাসপাতালে। সেখানে বেড না মেলায় তারপর তাঁকে PGIMS রোহতকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও বেড না পাওয়ায় তাঁকে ভর্তি করা বাহাদুরগড়ের শিবম হাসপাতালের কোভিড ওয়ার্ডে। 

ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ ফের চার লাখের  গণ্ডি ছাড়িয়েছে। এর মাঝেও জনবিরোধী তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের বিক্ষোভ অব্যাহত। ইতিমধ্যে ১১ বার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসেছেন কৃষকরা। পরে ১২ থেকে ১৮ মাসের রন্য নয়া কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয় সরকারের তরফে। কিন্তু তাতেও মেলেনি সমাধানসূত্র। কেন্দ্রের ওই প্রস্তাব মেনে নেননি আন্দোলনরত কৃষকরা।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.