কুস্তিগিরের মৃত্যুতে জড়ালেন সুশীল কুমার


কুস্তিগিরের মৃত্যুতে নাম জড়ালো অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের। ২৩ বছরের কুস্তিগিরের মৃত্যু হয় উত্তর দিল্লির ছত্রাসাল স্টেডিয়ামে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকের নামে অভিযোগ দায়ের হয়েছে উত্তর দিল্লি থানায়। কয়েকজন কুস্তিগিরের কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। একে অপরকে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। উত্তেজনা বাড়লে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। মারামারি থেকেই এক কুস্তিগিরের মৃত্যু হয়। এমনই জানিয়েছে পুলিশ। আরও জানানো হয়েছে সুশীল, অজয়, প্রিন্স, সনু, সাগর, অমিত এবং আরও কয়েকজন কুস্তিগিরের ঝগড়া ও মারামারি হয় স্টেডিয়ামের গাড়ি রাখার জায়গায়। সে থেকেই ঘটনার সূত্রপাত এবং শেষ পর্যন্ত এক কুস্তিগিরের মৃত্যু। আহত হয়েছেন আরও দুই কুস্তিগির। 

অতিরিক্ত জেলা প্রশাসক (উত্তরপূর্ব) গুরিকবাল সিংহ সিধু জানিয়েছেন, “ঘটনাস্থলে ৫টি গাড়ি পাওয়া গিয়েছে। একটি গাড়ির মধ্যে ডাবল ব্যারেল বন্দুক এবং ৫টি কার্তুজ পাওয়া গিয়েছে। কিছু লাঠিও পাওয়া যায়। সব কিছু বাজেয়াপ্ত করা হয়েছে।”


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.