আজ হোক বা কাল বাংলায় পরিবর্তন হবেইঃ দিলীপ


‘আজ হোক বা কাল বাংলায় পরিবর্তন হবেই’। মঙ্গলবার এই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘পালিয়ে যাওয়ার রাজনীতি করিনি। রাজ্যে রেকর্ড জয় হয়েছে। বাস্তবে লড়াই করেছি। কর্মীরা প্রাণ হাতে নিয়ে লড়াই করেছেন’। প্রসঙ্গত, এদিনই বিজেপি নেতা তথাগত রায় দলের এই ফলাফলের দায় সরাসরি চাপিয়েছেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশদের উপর। তারকাদের প্রার্থী করা নিয়েও তাঁর গলায় ক্ষোভ শোনা গেছে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। দলীয় স্তরেও চলছে চুলচেরা বিশ্লেষণ। 

যদিও এর আগে একুশের নির্বাচনে দলের ফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছিলেন, আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। বাম-কংগ্রেসের পুরো ভোটটাই তৃণমূলে চলে গিয়েছে।  বিজেপির পক্ষে বাংলার মানুষ কেন রায় দেননি, এই প্রশ্নের উত্তরে সে সময় তাঁর মন্তব্য ছিল, ‘হয়তো আমাদের কাছে যথেষ্ট নেতা ছিল না। বা বাংলায় যে সব সমস্যা রয়েছে সেই কথা আমরা সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারিনি। তাই মানুষের রায় মেনে নিয়ে আমরা বিরোধীর ভূমিকা পালন করব’।   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.