করোনাযুদ্ধে সামিল রামকৃষ্ণ মিশন-বেলুড় মঠ, চালু হচ্ছে সেফ হোম

বিশ্বজুড়েই আতঙ্কের নাম ‘করোনা ভাইরাস’। আর ভারতে তার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। বেসামাল গোটা দেশ। এই পরিস্থিতিতে করোনা যুদ্ধে সামিল হল ঐতিহ্যবাসী রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠ। করোনা চিকিৎসায় নূন্যতম পরিকাঠামো তৈরি করতে এগিয়ে এল ওই দুই সংস্থা। বেলুড় রামকৃষ্ণ মিশন পরিচালিত পলিটেকনিক কলেজ শিল্পমন্দিরে কয়েকটি ক্লাসরুম ও প্রার্থনা কক্ষ খুলে দেওয়া হল করোনা চিকিৎসার জন্য। সেখানে তৈরি হচ্ছে ৫০ শয্যার সেফ হোম। জানা যাচ্ছে, অল্প লক্ষণযুক্ত করোনা পজিটিভ রোগীদের এখানে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। থাকবেন নার্স এবং চিকিৎসকরা। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু করোনা রোগীকে চিকিৎসকেরা বাড়িতেই আইসোলেশনে থাকতে নির্দেশ দিচ্ছেন। কিন্তু অনেকের বাড়িতে বেশি জায়গাই নেই আইসোলেশনে থাকার মতো। কারোর বাড়িতে উপযুক্ত পরিকাঠামোও নেই। একটি মাত্র ছোট ঘরে অনেকে পরিবার নিয়ে থাকেন। ফলে পরিবারের বাকি সদস্যদের সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাঁদের ক্ষেত্রে  বেলুড়ের রামকৃষ্ণ মঠের সেফ হোম অত্যন্ত সহায়ক ভূমিকা নেবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post