রাজ্য একদিনে আক্রান্ত সাড়ে ১৯ হাজার, সুস্থ হলেন সাড়ে ১৮ হাজার

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কায় কার্যত বেসামাল পশ্চিমবঙ্গ। রক্তচাপ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা। দৈনিক সংক্রমণ থেকে শুরু করে করোনায় মৃত্যুতে এই জেলা এখন রোজই টেক্কা দিচ্ছে কলকাতাকে। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। যা শনিবারর থেকে সামান্য বেশি। এই ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের। তবে করোনামুক্তিতে রেকর্ড হল রাজ্যে। একদিনেই করোনার কবল থেকে মুক্ত হলেন ১৮ হাজার ৪৫৪ জন। সুস্থতার হারও সামান্য বাড়লো, বর্তমান সুস্থতার হার ৮৬.০৭ শতাংশ। যা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে সামান্য হলেও আশার আলো। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে গত বুধবার শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি বেশ কয়েকটি কড়া সিদ্ধান্ত নিয়েছেন। লোকাল ট্রেন বন্ধ করিয়ে দেওয়ার পাশাপাশি আংশিক লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। 


রাজ্যের জারি করা সর্বশেষ করোনা বুলেটিন (৯ এপ্রিল) অনুযায়ী ২৪ ঘন্টায় প্রায় ২০ হাজার মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্যে। এরমধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় সিংহভাগ। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। একই চিত্র উত্তর ২৪ পরগনায়, এখানে ৩ হাজার ৯৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ১ হাজার ১২০ জন, হুগলি ৯৭০ জন, হাওড়া ১ হাজার ৮৪ জন, পশ্চিম বর্ধমান ৯৩৮ জন, পূর্ব বর্ধমান ৫৩৩ জন, পূর্ব মেদিনীপুর ৮৭৯ জন, পশ্চিম মেদিনীপুর ৫৬৭ জন এবং দার্জিলিং জেলায় ৫১৪ জন করোনা সংক্রমিত হয়েছেন গত ২৪ ঘন্টায়। বর্তমানে পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৭ জন।  



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.