রাজ্যে টিকা তৈরির কেন্দ্র গড়তে জমি দিতে প্রস্তুত, ফের মমতার চিঠি মোদিকে

আবারও করোনার টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সঙ্গে দিলেন এক অনন্য প্রস্তাবও। রাজ্যে এবং দেশে করোনা টিকার বিপুল চাহিদা মেটাতে এই রাজ্যেই টিকা উৎপাদন কেন্দ্র খোলার প্রস্তাব দিলেন তিনি। বুধবার লেখা সেই চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, রাজ্যে ১০ কোটি মানুষের টিকার প্রয়োজন। সেখানে রাজ্যকে নামমাত্র ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরপরই তিনি প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন, বিদেশি বা দেশি সংস্থা দিয়ে করোনার টিকা উৎপাদন করতে চাইলে পশ্চিমবঙ্গ সরকার জমি দিতে প্রস্তুত। 

 


চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, আন্তর্জাতিক টিকা প্রস্তুতকারক সংস্থা চাইলে দেশের কোনও সংস্থাকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে টিকা করতে পারে, সেদিকে জোর দেওয়া উচিত। পাশাপাশি মুখ্যমন্ত্রী দেশে টিকার আকাল মেটাতে বিদেশ থেকে টিকা আমদানি করার দিকটিও ভেবে দেখার প্রস্তাব দিয়েছেন। তিনি লিখেছেন, দেশের বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আমরা এখন যাচাই করে নিতেই পারি কোন বিদেশি সংস্থার তৈরি টিকা ভারতে সবচেয়ে বেশি কার্যকরী? সেই অনুযায়ী দ্রুত বিদেশ থেকে টিকা আমদানির ব্যবস্থাও করা যেতে পারে।


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.