আবারও সংবাদ শিরোনামে বিশ্বভারতী। ভোট মিটতেই বিতর্কের কেন্দ্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। একুশের বিধানসভা নির্বাচন বিজেপির কেন এত ভরাডুবি? তা নিয়ে এক সেমিনারের আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ১৮ মে বিকেল চারটের সময় ভিডিও কনফারেন্সেই হওয়ার কথা ওই সেমিনারের। ওই সেমিনার বা আলোচনা সভায় থাকবেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং অধ্যাপক সঞ্জয় কুমার। তিনি নীতি আয়োগের যুগ্ম উপদেষ্টা। সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিতর্ক এই জন্য ঐতিহ্যশালী ওই বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সেমিনারের বিষয়বস্তু হল পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবির কারণ নিয়ে আলোচনা। যা বিশ্বভারতীর ঐতিহ্যের পরিপন্থী বলেই দাবি করছেন বিশিষ্টজনেরা। অনেকেই দাবি করছেন, উপাচার্য বিদুৎ চক্রবর্তী আগেও বার বার বিতর্কে জড়িয়েছেন ৷ তিনি বিজেপির লোক বলেও অভিযোগ উঠেছে। যদিও বিতর্ক তৈরি হতেই পিছু হঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাঁরা ওই সেমিনার বাতিল করে বিজ্ঞপ্তি জারি করেছে বুধবার।
Thank You for your important feedback