২০২১-এর বিধানসভায় খারাপ ফল হওয়ার কারণে রাজ্য বিজেপিতে রদবদল অবশ্যাম্ভাবী ছিলই, এবারে তা হতে চলেছে। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। সূত্রের খবর, তাঁকে এবারে সরাচ্ছে বিজেপি। জানা যাচ্ছে, সম্প্রতি কৈলাশের কাজে কেন্দ্রীয় নেতৃত্ব অখুশি ছিল। প্রথমে ভাবা গিয়েছিল বাংলা জানা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে দায়িত্ব দেওয়া হতে পারে। কিন্তু দল চাইছে একজন পূর্ণ সময়ের নেতা। উঠে এসেছে রাজ্যসভার সদস্য ও রাজস্থানের নেতা ভূপেন্দ্র যাদবের নাম। সম্প্রতি তাঁকে কলকাতায় নানান সভায় দেখাও যাচ্ছিল। ভূপেন্দ্র, অমিত শাহের ঘনিষ্ঠ বলেও শোনা যাচ্ছে। অবশ্য পাঞ্জাবের তরুণ চুঘের নাম উঠে এসেছে এই তালিকায়। যিনি কেন্দ্র সাধারণ সম্পাদকও বটে। তবে বিজেপির তরফে আনুষ্ঠানিক ভাবে অবশ্য এই রদবদলের ভাবনার কথা স্বীকার করা হচ্ছে না।
Thank You for your important feedback