শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

জুলাইতে একদিকে যেখানে ইংল্যান্ডে থাকবেন বিরাট কোহলিরা,  একই সময়ে অন্যদিকে আরেক ভারতীয় দল যাবে শ্রীলঙ্কায়। ফলে দ্বিতীয় দলটির কোচিংয়ের দায়িত্বে কে থাকবেন সেটা নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় জল ঢাললেন বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্তা জানিয়েছেন, ভারতের কোচিং স্টাফ যেহেতু ওই সময় ইংল্যান্ডে থাকবে, সুতরাং ওই সময় রাহুল দ্রাবিড় যদি দায়িত্ব নেন, তাহলে সেটা অনূর্ধ্ব-১৯ এবং ভারতীয়-এ দলের ক্রিকেটারদের জন্য ভালই হবে। কারণ, জুনিয়র ও এ দলের কোচ থাকাকালীন এই সব ক্রিকেটারদের সঙ্গেই কাজ করেছেন তিনি। 

 

বোর্ড সূত্রে জানা যাচ্ছে, দ্রাবিড়ের সঙ্গে শ্রীলঙ্কায় বোলিং কোচ হিসেবে যাবেন পরশ মামরে। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই শ্রীলঙ্কায় প্রথম ওয়ান ডে ম্যাচ খেলবে ভারতীয় এ দল। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ১৬ ও ১৯ জুলাই।  এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু ২২ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ২৪ ও ২৭ তারিখে। প্রসঙ্গত ৫ জুলাই শ্রীলঙ্কা পৌঁছনোর কথা ভারতীয়-এ দলের। দল ফিরবে ২৮ জুলাই। প্রায় একই সময়ে ভারতীয় সিনিয়র ক্রিকেট দল থাকবে ইংল্যান্ডে। স্বাভাবিকভাবেই সেই দলের সঙ্গে থাকবেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী ও তাঁর কোচিং স্টাফ। ফলে ভারতীয় এ দলের কোচ হয়ে শ্রীলঙ্কায় যাচ্ছেন কিংবদন্তী ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ই।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.