করোনায় দেশে একদিনে সর্বাধিক মৃত্যু, ফের বাড়ল দৈনিক সংক্রমণ



বুধবার ভারতে ফের বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে, ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন। মঙ্গলবারের তুলনায় প্রায় ২৫ হাজার বেশি। আমেরিকার পর দেশে মোট আক্রান্ত ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। ব্রাজিল ছাড়া কোনও দেশেই মোট আক্রান্ত এক কোটি ছাড়ায়নি।

পাশাপাশি ২৪ ঘণ্টায় বেড়েছে দেশে মৃতের সংখ্যাও। ৩ হাজার ৭৮০ জন প্রাণ হারিয়েছে। একদিনে মৃত্যু নিরিখে এই সংখ্যা এখন সর্বোচ্চ। দেশে মোট মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জনের। মোট মৃত্যুর নিরিখে আমেরিকা এবং ব্রাজিলের পরই ভারত।

প্রতিদিন সাড়ে তিন লাখের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হওয়ায় বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। ইতিমধ্যেই তা ৩৪ লাখ ৮৭ হাজার পেরিয়েছে। কোভিড পরিস্থিতিতেই দেশে চলছে টিকাকরণ। তৃতীয় দফার টিকাকরণও শুরু হয় পয়লা মে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.