শপথ নিয়েই কোভিড মোকাবিলায় জোর মুখ্যমন্ত্রীর

তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সকাল পৌনে এগারোটায় রাজভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। আগেই অনাড়ম্বর শপথ অনুষ্ঠানের পক্ষে সওয়াল করেছিলেন তৃণমূল নেত্রী। 

শপথ নিয়েই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে আনার আশ্বাস মুখ্যমন্ত্রীর।  রাজ্যের সব বিরোধী দলের কাছে এনিয়ে সহযোগিতার আবেদনও জানিয়েছেন তিনি। পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলায় তাঁর সরকার বদ্ধ পরিকর বলেও জানান তিনি। শপথগ্রহণের পর কোভিড নিয়ে প্রশাসনিক বৈঠক করতে তিনি রাজভবন থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন। নির্বাচন কমিশনের এক্তিয়ার কার্যকর না থাকায় অশান্তি রুখতে অবিলম্বে পুলিশের পদস্থ কর্তাদের অবিলম্বে নিজেদের জায়গায় ফিরিয়ে আনারও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।   

দলের শীর্ষ নেতা-নেত্রী ছাড়াও শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যায় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে। তবে বিজেপি বা বামেদের তরফে এই অনুষ্ঠানে কেউ উপস্থিত ছিলেন না।     




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.