শেষ পর্যন্ত জেলেই যেতে হলো ববি হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়দের | জেলে গিয়েই অসুস্থ হয়ে পড়েন মদন, শোভন | তাঁদের দ্রুত এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় | তখন বাজে ভোর ৪ টা | পরে বর্ষীয়ান সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ বোধ করেন, তাঁকে ডাক্তারি পরীক্ষা করে ফের জেলে ফেরত পাঠানো হয় | সম্পূর্ণ ঘটনায় স্তম্ভিত রাজ্যের মানুষ | আগামী বুধবার এঁদের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে | জানা গিয়েছে সূত্র মারফত সেখানেও সিবিআই এর মামলা তাদের বিরুদ্ধে গেলে সুপ্রিম করতে যাবে |
Post a Comment
Thank You for your important feedback