জামিনের নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের, আপাতত জেলেই চার নেতা


সোমবার সকালে গ্রেফতার থেকে শুরু হয় দিনভর টানাপোড়েনের। সন্ধ্যায় ব্যাংকশাল কোর্টের বিশেষ সিবিআই আদালত দুই মন্ত্রী সহ চার নেতার জামিন দেয়। শর্ত সাপেক্ষে ব্যক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে জামিন হয় মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। সেইমতো জামিন নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন চার নেতা। এরমধ্যেই সিবিআই হাইকোর্টে আবেদন করে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে। রাতেই জরুরী ভিত্তিতে আবেদন শোনেন প্রধান বিচারপতির বেঞ্চ। ওই আবেদনের ভার্চুয়াল শুনানি শুরু হয়। শেষে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দিয়ে দুই মন্ত্রী সহ চার নেতাকে জেল হেফাজতে পাঠায় পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত। আগামী বুধবার এই মামলা ফের শুনবে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে প্রস্তুতি শুরু হয়েছে চার হেভিওয়েট নেতার জন্য।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.