আরও ৫ বছর বিরোধী হিসেবে দেখতে চায় বাংলার মানুষঃ দিলীপ

প্রত্যাশা ছিল ডবল ইঞ্জিন সরকার গড়ার, কিন্তু একুশের ভোটে তিন অঙ্কেও পৌঁছাতে পারল না বিজেপি। চাহিদার ধারেকাছেও পৌঁছাতে পারেনি বঙ্গ বিজেপি। তবুও ফল খারাপ হয়নি বলেই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার সন্ধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করে স্বীকার করলেন, ‘আমরা যে লক্ষ্য আমরা নিয়েছিলাম তার তুলনায় আমাদের সাংগঠনিক ক্ষমতা কম ছিল’। বিজেপির রাজ্য সভাপতি তিনি বললেন, ‘আমরা মাত্র ৩ আসনে জিতেছিলাম ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে। সেই জায়গায় ৫ বছরে আমরা যেখানে পৌঁছেছি সেটা কম নয়’। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের ফলের নিরিখে বিজেপি এগিয়েছিল ১২১ বিধানসভায়। বিজেপি নেতাদের আশা ছিল ২০২১-এ আরও ভালো ফল করবে দল। কিন্তু আদতে দেখা গেল কার্যত তিন অঙ্কেও পৌঁছাতে পারল না পদ্ম শিবির। 

 

এই প্রসঙ্গে দিলীপ ঘোষের স্বীকার করলেন, ‘লোকসভা আর বিধানসভা নির্বাচনের ফলের মধ্যে ফারাক ছিল। যদিও আমারা এবার অনেক শক্তি বাড়িয়েছি। কিন্তু রাজ্যের মানুষ আমাদের বিরোধী দল হিসেবেই দেখতে চাইছেন। আমরা সেই দায়িত্ব পালন করব’। এরপরই তিনি আরও বলেন, ‘ক্ষমতায় আসার জন্য আরও পরিশ্রম করতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ বছর পরিশ্রমের পরে ক্ষমতায় এসেছেন। আমাদের অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে’। ভোটের ফল খারাপ হওয়ার কারণ সম্পর্কে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ‘এই ফলের কারণ, দলের মধ্যে বিশ্লেষণ করে খুঁজে বার করতে হবে। কোথায় কেন পরাজয় তা দলে অভ্যন্তরীণ সমীক্ষার পরে জানা যাবে। কিন্তু আমি সার্বিক ভাবে মনে করি, রাজ্যের মানুষ আমাদের আরও ৫ বছর বিরোধী হিসেবে দেখতে চায়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post