ফিরহাদদের গ্রেফতারের বিরোধিতায় বিরোধী দলগুলি

শিবসেনা সহ বিভিন্ন রাজনৈতিক দল এবার সোচ্চার হল তৃণমূলের তিন নেতা-মন্ত্রী সহ চারজনের গ্রেফতারির ঘটনায়।  শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে, সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছে কেন্দ্র। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতীয় কংগ্রেসও। বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার সদস্য তথা আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানিয়েছেন, সম্পূর্ণ বেআইনি এই গ্রেফতার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও দাবি করেছেন, এটা কি গ্রেফতার করার সময়? একই বক্তব্য বাম নেতৃত্বের। একধাপ এগিয়ে সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য্য সদলবলে মঙ্গলবার ধারণায় বসছেন রাজ্যের দুই মন্ত্রী সহ চার হেভিওয়েট রাজনীতিবিদের গ্রেফতারের ঘটনায়। আসলে পুরো বিষয়টি বুঝে এই মহামারীর সময় কেন এতো সক্রিয় সিবিআই, দেশের রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। চাপে বিজেপি, যদিও এই বিষয়ে কেউ মুখ খোলেননি। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.