পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে সরাল নবান্ন, বদল ডিজি-এডিজি


বাঁ দিকে বীরেন্দ্র, মাঝে স্মিতা পাণ্ডে, ডান দিকে জাভেদ শামিম 


মুখ্যমন্ত্রীর শপথের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল রাজ্য প্রশাসনে রদবদল। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডেকে সরিয়ে দিল রাজ্য সরকার। তাঁর জায়গায় নতুন জেলাশাসক হয়েছেন পূর্ণেন্দু মাজি। তিনি এর আগে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের সচিব ছিলেন। স্মিতা পাণ্ডেকে নিয়োগ করা হয়েছে ওয়েবল-এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। রাজ্যে নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা। পূর্ব মেদিনীপুরের তৎকালীন জেলাশাসক বিভু গয়ালকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। পরিবর্তে নিয়ে আসা হয় স্মিতা পাণ্ডেকে। 

পাশাপাশি পুলিশ প্রশাসনেও হয়েছে একাধিক বদল। ডিজি পদে বীরেন্দ্র ও এডিজি আইনশৃঙ্খলা পদে জাভেদ শামিমকে ফিরিয়ে আনা হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশে বদলের কথা জানান মুখ্যমন্ত্রী। কমিশনের নিয়োগ করা ডিজিকে দমকল বিভাগের ডিজি ও এডিজি জগমোহনকে সিভিল ডিফেন্সে বদলি করা হয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.