কোভিড মোকাবিলায় শহরের দুই হাসপাতালে মমতা


মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই চেনা ছন্দে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠক সেরেই চলে গেলেন শহরের দুই হাসপাতালে। করোনা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে পৌঁছন শম্ভুনাথ পণ্ডিত হাসাপাতলে। এখানে কোভিডের জন্য বেশ কিছু বেডের ব্যবস্থা রয়েছে। হাসপাতালে মুখ্যমন্ত্রী কথা বলেন সুপার ও অন্য আধিকারিকদের সঙ্গে। এরপর চলে যান উলটোদিকের পুলিশ হাসপাতালে। এখানে করোনা রোগীদের জন্য ৩০০ বেডের বন্দোবস্ত করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম।

গত বছরও কোভিড মোকাবিলায় রাস্তায় নেমে নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দূরত্ববিধির জন্য চক দিয়ে দাগ কাটা হোক বা হাসাপাতাল-বাজার পরিদর্শন। সব জায়গাতেই দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এলাকায় এলাকায় মাইকিং করে সকলকে সচেতনও করেছিলেন তিনি । বিরোধীদের কটাক্ষ সত্ত্বেও প্রশংসা পেয়েছিলেন নানা মহল থেকে। রাজভবনে শপথ নিয়েই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, 'প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা।' এবারও গতবছরের পরিচিত ছন্দে বাংলার মেয়ে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.