পর পর চার দিনে ৪ লাখের বেশি দৈনিক সংক্রমণ

পর পর চার দিন ধরে দেশে দৈনিক করোনা সংক্রমণ চার লাখের গণ্ডি ছাড়িয়ে গেল। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন। মৃতের সংখ্যায় ৪ হাজারের বেশি হল। তবে আগের ২৪ ঘন্টার থেকে একটু কমে শনিবার দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪,০৯২ জনের। রবিবার সকাল পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ৩৬ হাজার ৬৪৮ জন। লাগামছাড়া সংক্রমণের জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়ছে। ফলে অক্সিজেন ও হাসপাতালে বেডের আকাল দেখা দিচ্ছে। 


করোনা মোকাবিলায় ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। আবার কোনও কোনও রাজ্যে চলছে আংশিক লকডাউন এবং নাইট কার্ফু। তবুও যেন রোখা যাচ্ছে না মহামারী পরিস্থিতি। তবে স্বস্তির খবর, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা মুক্ত হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৪৪৪ জন। যা দৈনিক আক্রান্তের থেকে কম হলেও এখনও পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ। লকডাউনের পাশাপাশি টিকাকরণেও জোর দিচ্ছে রাজ্য সরকারগুলি। যদিও বিগত কয়েকদিনে টিকাদানের হার একটু শ্লথ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ১৬ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৬৬৩ জন মানুষ।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.