তবে কী বিপদ এড়ানো গেল? অন্তত বিজ্ঞানীদের একাংশের দাবি, বিপদ চলে গিয়েছে পৃথিবীর। কারণটা অবশ্যই চিনা রকেট নিয়ে। চিনের বৃহত্তম রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর বুকে আছড়ে পড়ার আশঙ্কায় কাঁটা হয়েছিলেন বিজ্ঞানীরা। তবে আপাতত জানা যাচ্ছে, ১১০ ফুট লম্বা লং মার্চ ৫বি ওয়াও ২ (Long March 5B Yao-2) রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের বুকে ভেঙে পড়েছে। যার ওজন কমপক্ষে ১৮ টন। চিনা সরকারি টিভি চ্যানেল CCTV সূত্রে জানা যাচ্ছে রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরের একটি অংশে ভেঙে পড়েছে। অপরদিকে মার্কিন সেনাবাহিনীর তথ্য ব্যবহারকারী মহাকাশ নজরদারী সংক্রান্ত সংস্থা স্টেস-ট্র্যাকও একই কথা জানিয়েছে। তাঁরা টুইট করে জানিয়েছে, ভারত মহাসাগরেই ভেঙে পড়েছে লং মার্চ ৫বি ওয়াও-২ রকেট, তবে সারকারি বিবৃতির অপেক্ষা করা হচ্ছে।
We believe the rocket went down in the Indian Ocean, but are waiting on official data from @18SPCS
— Space-Track (@SpaceTrackOrg) May 9, 2021
গত কয়েকদিন ধরেই চিনা রকেটের একটা অংশ পৃথিবীর দিকেই ধেয়ে আসছিল। সেটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর বেশিরভাগই জ্বলে-পুড়ে ছাই হবে। তবুও যে অংশ পৃথিবীর মাটিতে আছড়ে পড়তো সেটি যদি কোনও ঘনবসতি এলাকায় পড়তো তবে ধ্বংশলীলা মারাত্মক হতো। আপাতত ভারত মহাসাগরের বুকে আছড়ে পড়ায় রক্ষা পেলেন পৃথিবীবাসী।
Post a Comment
Thank You for your important feedback