রাজ্যে করোনায় রেকর্ড ১৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ২০ হাজার ছুঁইছুঁই

রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাজ্য সরকার কার্যত লকডাউন ঘোষণা করেছে ইতিমধ্যেই। রবিবার সকাল ৬টা থেকেই শুরু হয়েছে কড়া বিধিনিষেধ। এরমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে শনিবার জারি করা বুলেটিনে উঠে এল ভয়াবহ চিত্র। যা মোটেই আশাব্যঞ্জন নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ গত ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪৪ জন করোনা আক্রান্ত। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। করোনায় একদিনে এত সংখ্যক মৃত্যু আগে কখনও হয়নি এ রাজ্যে। পাশাপাশি রাজ্যে একদিনে নতুন করে ১৯ হাজার ৫১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে সেরে উঠেছেন ১৯ হাজার ২১১ জন। সক্রিয় রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩১ হাজার ৯৪৮ জনে। 


তবে অন্যান্য রাজ্যে যখন করোনা পরীক্ষার হার বাড়ছে, সেখানে পিছিয়ে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ৬৬ হাজার ৫৬৩ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যের ১১৩টি পরীক্ষাগারে। সেখানে তার আগের ২৪ ঘন্টায় ৭০ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, কম পরীক্ষা হওয়ার কারণেই আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। ফলে আরও বেশি সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করানোর ওপর জোর দিতে বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসক মহল। রাজ্যের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘন্টায় এই জেলায় নতুন করে ৪,২৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৫ জনের। অপরদিকে কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩,৯৫১ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.