নিজের হাতেই হাসপাতাল সাফাই করলেন করোনা আক্রান্ত মন্ত্রী, ভাইরাল ছবি

তিনি নিজেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। একই হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর স্ত্রী ও ছেলের। তিনি মিজোরামের বিদ্যুৎমন্ত্রী আর লালজিরলিয়া। করোনা আক্রান্ত হয়েও তিনি এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। যার ছবি সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হল। কী করেছেন মন্ত্রীমশাই? হাসপাতালের মেঝে ধুয়ে মুছে সাফ করে ফেললেন তিনি। করোনাকালে তাঁর এই কাজ যথেষ্ট প্রশংশা পেল নেটিজেনদের কাছে। গত শুক্রবারই তিনি হাসপাতালের সাফাইকর্মীদের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের মেঝে পরিস্কার করলেন কাঁধে কাঁধ মিলিয়ে। তবে কাউকে শিক্ষা দিতে বা লজ্জিত করতে নয়, তিনি এটা করেছেন করোনাকালে সাধারণ মানুষকে একটু ভালো পরিষেবা দিতেই, অকপট মিজোরামের বিদ্যুৎমন্ত্রী আর লালজিরলিয়া। এই বিষয়ে তিনি কোনওরকম ভনিতা না করেই বলেছেন, বাড়িতেও তিনি ঝাঁট দেওয়া বা ধোয়া-মোছার কাজ করেন। ফলে হাসপাতালে এই কাজ করতে তাঁর কোনও লজ্জা বা সঙ্কোচ হয়নি। 

 

মিজো মন্ত্রীর এই কাজের ছবি ভাইরাল হতেই প্রশংশার বন্যা বইয়ে দিচ্ছেন নেটিজেনরা। অনেকেই বলেছেন, মন্ত্রী মানেই ভিআইপিস মন্ত্রী মানেই লালবাতি। অথচ মিজোরামের এই মন্ত্রী ভিআইপি সংস্কৃতিকে বিদায় জানিয়ে অবলীলায় সাফাইকর্মীদের নিয়ে হাসপাতাল পরিস্কার করলেন। তবে মিজোরামের মানুষ কিন্তু এই ঘটনায় একেবারেই আশ্চর্য নয়। মিজোরামের বাসিন্দারা জানাচ্ছেন, আর পাঁচজন সাধারণের মতোই জীবন যাপন করে থাকেন মিজোরামের একাধিক নেতা-মন্ত্রী। সে রাজ্যের অনেক মন্ত্রী লালবাতির গাড়ি নয়, সাধারণের মতোই গণপরিবহণ বা মোটরবাইকে যাতায়াত করে থাকেন। কেউ কেউ ঘর গৃহস্থালির কাজেও হাত লাগান বাড়ির মহিলাদের সঙ্গে। সেক্ষেত্রে বিদ্যুৎমন্ত্রী যে হাসপাতালের মেঝে পরিস্কার করছেন এটা আশ্চর্যের কিছু নয়। প্রসঙ্গত, মিজো বিদ্যুৎমন্ত্রী আর লালজিরলিয়া এবং তাঁর স্ত্রী গত ১১ মে ওই হাসপাতালে ভর্তি হন। করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁদের বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে এলে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। পরে একটু সুস্থ হতেই মন্ত্রী হাসপাতাল সাফাই অভিযানে নেমে পড়েন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.